 
     স্টাফ রিপোর্টার,
স্টাফ রিপোর্টার,
ফরিদপুর মধুখালীতে ৬৬ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ। র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অদ্য ২৯/১০/২০২৫ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকায় র্যাব-১০ এর অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১,৯৮,০০০/- টাকা মূল্যের ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আলী হোসেন সরদার (৪৮), পিতা- মৃত ইমাম সরদার, সাং- রামভদ্রপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা ও ২। মনিরুল ইসলাম মাসুম (৪০), পিতা- মৃত আঃ আজিজ মোল্লা, সাং- পশ্চিম আলীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায় এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাব-১০ এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮