স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নিউমার্কেট এলাকা হতে গণধর্ষণ মামলার আসামি অসীম শেখ (২২)’কে গ্রেফতার করেছে র্যাব- ১০। গত ০১/০৬/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় ফরিদপুর জেলার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটক রেখে ভয়ভীতি প্রদর্শন করে, পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মোঃ অসীম শেখ (২২)’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
"ভিকটিম নিজেই ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৬/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
"এরই ধারাবাহিকতায় গতকাল ০৭/১০/২০২৫ তারিখ রাত আনুমান ৮.৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য- প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী মো: অসীম শেখ (২২), পিতা- আব্দুল সালাম শেখ, সাং- মৃগী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮