আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া) বুধবার (১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় থেকে রাত ৮ টা পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন ও পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন ও বিএনপি"র ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং পূজার অর্চনা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
"বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব জহুরুল হক (শাহাজাদা মিয়া) সঙ্গে মন্দির পরিদর্শনে যোগদানের লক্ষ্যে দুর্দিনের কান্ডারী চরভদ্রাসন উপজেলা বিএনপি"র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য- (মোঃ কুদ্দুস আলীর) নেতৃত্বে শতশত বিএনপি নেতাকর্মী সহ বিএনপি প্রেমী সাধারন জনগণ কে সাথে নিয়ে গাজীরটেক ইউনিয়নের তেলিবাড়ী ঘাট থেকে মন্দির পরিদর্শন শুরু করে, পাশাপাশি উপজেলা যুবদলের মুরাদ হোসেন মৃধার নেতৃত্বে বিএনপি প্রেমি জনগণ ও মন্দির পরিদর্শনে যোগ দেয় পরবর্তীতে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
"পরিদর্শনকালে তিনি দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ বহুমত ও বহু সংস্কৃতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এ সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। "এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন, কিছু আর্থিক সহায়তা করেন এবং বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে স্বাগত জানান এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
"মন্দির পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপি"র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য- মোঃ কুদ্দুস আলী যুবদলের মুরাদ হোসেন মৃধা,। করিম বেপারী, আক্কাস খালাসি, ফিরোজ, উজ্জল সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার সঙ্গে স্থানীয় বিএনপি সহ- অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮