আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশের আয়োজনে শনিবার ১৬-০৮-২০২৫ ইং বিকেল ৪ টার দিকে চরভদ্রাসন থানা চত্বরে পুলিশের ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খানের সভাপতিত্বে- প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন। তাছাড়া চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এস.আই রফিকুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এস.আই মাহমুদুল হাসান, এস.আই ফরহাদ হোসেন, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপি"র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য- কুদ্দুস আলী, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য- এ.জি.এম বাদল আমিন, ওবাইদুল বাড়ি দিপু খান, তরুণ সমাজ সেবক মোস্তফা কবির,
রিশাদ বেগ, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সরোয়ার মেম্বার, চরভদ্রাসন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সোলায়মান, বাংলাদেশ জামায়াত ইসলামের চরভাদ্রাসন থানার সেক্রেটারি কাউসার খান, আইয়ুব শিকদার, নজরুল ইসলাম, এনামুল কবির, এনসিপি"র চরভদ্রাসন উপজেলার প্রধান সমন্বয়কারী নজরুল বেপারী, যুগ্ম সমন্বয়কারী আবু সাইম, মোঃ নান্নু, এনসিপি"র মেহেদী হাসান, মোঃ হোসেন।
"চরভদ্রাসনে পুলিশের ওপেন হাউজ ডে আলোচনা সভায়, (সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবুল কালাম, মোস্তাফিজুর রহমান শিমুল, "আহম্মেদ আল ইভান"), সহ- শিক্ষক, স্থানীয় জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ীগণ, উপস্থিত ছিলেন।
"এছাড়া চরভদ্রাসন উপজেলার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে- সে কথাও তুলে ধরেন, বক্তারা তাদের বক্তব্যে আরও বলে ও দাবি জানায় যে, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান সৎ ও ভালো মানুষ, আইন-শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে সে প্রতিনিয়ত সবসময় কাজ করে যাচ্ছে, তাছাড়া প্রতিদিন চরভদ্রাসন থানা পুলিশের রাতের টহল টিমের কারনে আমরা শান্তিতে রাতে ঘুমোতে পারছি, আমরা ওসি রজিউল্লাহ খান কে আমাদের এই চরভদ্রাসন থানায় আমাদের মাঝে সে যাতে বেশি দিন থাকতে পারে সে প্রত্যয় ব্যক্ত করেন ।
"এ সময় উপস্থিত সভায় বক্তারা আরো বলেন চরভদ্রাসন উপজেলার কিছু গুরত্বপূর্ণ কয়েকটি স্থানে পুলিশ টহল আরো বেশি জোরদারের পাশাপশি দুর্গম চরাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার জন্য নদীপথে পুলিশ বোড দিয়ে টহলের জোর দাবী জানান, এছাড়া চরভদ্রাসন উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি বল্যবিবাহ ও মাদক, সন্ত্রাস, নির্মূলে পুলিশের বিশেষ অভিযান যাতে আরো বেশি অব্যাহত থাকে তার জন্য জোর দাবী জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮