এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে আগুনে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি কায়েমপুর এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আনোয়ারা বেগম নিজ বাড়ির রান্নাঘরে আগুন জ্বালানোর সময় অসাবধানতাবশত তার পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন ও তার বড় ছেলে আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮