এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে পরদিন বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ জানায়, পূর্ব কায়েমপুরে মৎস্য অফিসের সংলগ্ন মতলব টাওয়ারের ১০তম তলার একটি ভাড়া বাসায় মো. নাহিদ হাসান প্লাবন (২৪) নামে ওই যুবক বসবাস করতেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানার পুরান গোগনগর আলীরটেক এলাকার ইসমাইল দেওয়ানের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে পাশের কক্ষের ভাড়াটিয়া দীর্ঘসময় কোনো সাড়া–শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে প্লাবনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মো. কাজী ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮