এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা থানা বিএনপি’র একাংশের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে কাশিপুর বাংলাবাজার এলাকা থেকে শুরু হয়ে ফতুল্লা থানা এলাকার ১, ২ ও ৩ নং ওয়ার্ডজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্ভাব্য সংসদ প্রার্থী জনাব শাহ মোহাম্মদ আলম।এ সময় উপস্থিত ছিলেন,সাবেক নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল,
সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না,
সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ আকবর,
সাবেক সভাপতি মোঃ আব্বাস আলী বাবুল (এনায়েতনগর ইউনিয়ন),
কুতুবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মোল্লা,
জেলা বিএনপি সদস্য একরামুল কবির মামুন ও নাহিদ হাসান মিঠুন,সহ আরও ৪০০-৫০০ জন নেতাকর্মী।কর্মসূচিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা ফতুল্লার উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় নেতা-কর্মীরা স্লোগান দেন—
“শাহ আলম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”
এবং“শাহ আলম ভাই যোগ্য লোক, আমরা তাকে দেবো ভোট।”সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয় বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮