প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৫:১৭ এ.এম
ফটিকছড়ি পৌরসভা মেয়র ঢাকা বিমানবন্দরে আটক।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।
সোমবার -১৪ অক্টোবর- বিকেলে তিনি বিদেশ চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। রাত ৮টায় তাঁকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে তাঁকে আটক করেন বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ওসি এরশাদ উল্লাহ। তিনি বলেন- এপিবিএন আটক করার পর থানায় সোপর্দ করেছে ফটিকছড়ির মেয়র ইসমাইলকে।
ইসমাইল হোসেন ২০১২ সালে ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র হিসেবে জয় লাভ করেন- গত নির্বাচিত হয়ে টানা জয় পেয়ে হ্যাট্রিক করেছেন। এছাড়াও তিনি ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২