ইসমাইল ইমন, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের ফটিকছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি টার্গেটে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন মোঃ রফিক (৫৫), পিতা আব্দুল মালেক এবং মোঃ মঈন উদ্দিন (৩৬), পিতা আব্দুল মালেক। উভয়ের বাড়ি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে।
অভিযান চলাকালে সেনাবাহিনী তল্লাশি কার্যক্রম পরিচালনা করে দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি .৩০৩ ক্যালিবার গুলি, একটি শটগানের গুলি, তিনটি ফায়ারকৃত শটগানের কার্তুজ, ১০০টি এয়ারগানের গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ উদ্ধার করে।
সেনাবাহিনী জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের লক্ষ্যভিত্তিক অভিযান জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের মধ্যেও এতে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাস, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮