তৌহিদ বেলাল।।
প্রেমের টানে থাইল্যান্ড থেকে কক্সবাজারের মহেশখালিতে ছুটে এসেছেন থাইল্যান্ডের যুবতী তানিডা (২২)। এখানে এসে তিনি ধর্মান্তরিত হয়ে ভালোবাসার মানুষটিকে ইতোমধ্যে বিয়েও করেছেন।
জানা যায়, মহেশখালি উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জাবের আহমদের পুত্র উসমান খানের সাথে বছরখানেক পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিডার পরিচয় হয়। সেই সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
চলতি মাসের প্রথম দিকে তানিডা বাংলাদেশে এসে সোজা তাঁর প্রেমিক উসমান খানের বাড়িতে গিয়ে উঠেন। উসমানের পরিবারও তানিডাকে মেনে নেয়
। গত ১২ ডিসেম্বর এফিডেভিডের মাধ্যমে তানিডা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে খাদিজাতুল কোবরা নাম ধারণ করেন। পরে শুক্রবার (১৬ ডিসেম্বর) ধুমধাম করে উসমান খান-খাদিজাতুল কোবরা'র বিয়ে দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮