
চঞ্চল,
চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৪শে জুলাই, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় শহরের মিশন মোড় এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির জেলা সভাপতি এটিএম রশীদুল আলম, সদস্য সচিব সুলতান আহমেদ-সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সকল শিক্ষার্থীর জন্য একটি উন্মুক্ত মেধা যাচাইয়ের প্ল্যাটফর্ম। এখান থেকে কোনো একটি ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে বাদ দেওয়া সংবিধানের সম-অধিকার নীতির পরিপন্থী এবং শিক্ষাক্ষেত্রে একটি বৈষম্যমূলক উদাহরণ তৈরি করবে। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।