প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:৪০ পি.এম
প্রবল বর্ষণে রামগঞ্জের নিন্মাঞ্চল প্লাবিত জনজীবন স্থবির হয়ে পড়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
গত কয়েকদিনের অবিরাম বর্ষণে লক্ষ্মীপুরের রামগঞ্জের নিন্মামাঞ্চল প্লাবিত হয়ে গেছে। অনেক ঘর বাড়ি ধ্বসে পড়েছে ।নিন্ম আয়ের মানুষগুলো ঘর বন্দী হয়ে পড়েছে। অনেকই অর্ধাহারে অনাহারে দিন কাটতে দেখা গেছে। রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দিনমজুরেরা অতি কষ্টে দিনাতিপাত করছে। রিক্সা চালকেরা রিক্সা নিয়েও বের হতে পারছে না। জনজীবন স্থবির হয়ে পড়েছে।
বিশেষ করে উপজেলার ভোলাকোট ইউনিয়ন, ভাট্টা ইউনিয়ন, লামচর ইউনিয়ন, দরবেশপুর ইউনিয়ন,করপাড়া ইউনিয়ন ও নোয়াগাঁও ইউনিয়নে বেশী দুরাবস্থা বিরাজ করছে। অর্থাৎ বেড়িবাঁধের বাইরের ইউনিয়ন গুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অনেক ইউনিয়নের কিছু কিছু গ্রাম্য রাস্তা তলিয়ে গেছে। জনসাধারনের চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আরও দুই তিন দিন এ অবস্থা বিরাজ করতে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ জানান, অতিরিক্ত বর্ষণের ফলে নিম্ন আয়ের মানুষগুলো ঘরবন্দী হয়ে পড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলোর তালিকা করে সাহায্যের ব্যবস্থা করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২