প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:১১ পি.এম
প্রধান উপদেষ্টা বরাবরে লেখা স্মারকলিপি ডিসি’র কাছে হস্তান্তর করেছেন লালমনিরহাটের প্রাথমিক শিক্ষকরা

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
জাতীয়করণকৃত শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ ও চাকরিকাল গণনাসহ অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কিত সমস্যাগুলোর স্থায়ী সমাধান দাবি করে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন লালমনিরহাট জেলার কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
১৭ মার্চ “সোমবার” লালমনিরহাট জেলা প্রশাসকের “ডিসি” এইচ এম রকিব হায়দারের কাছে এই স্মারকলিপি প্রদান করেন লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ।
স্মারকলিপিতে উল্লিখিত ৩ টি প্রধান দাবি হল-
১. টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান।
২. বিধিমালা ২০১৩ অনুযায়ী অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি প্রদান।
৩. প্রধান শিক্ষক যারা এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা।
শিক্ষক সমিতির নেতারা জানান, ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় যে চিঠি জারি করেছে, সেটি শিক্ষকদের অর্থনৈতিক অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা। তারা এই চিঠিটি প্রত্যাহারসহ বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি জানান।
শিক্ষকরা আরও জানান, টাইমস্কেল এর জটিলতায় উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।
প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম ওই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, “দাবি পূরণ করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামবো। প্রয়োজনে ঢাকার জাতীয় শহীদ মিনারে নিজেদের পরিবারসহ অবস্থান কর্মসূচি করবো।”
উল্লেখ্য, স্মারকলিপি জমা দেয়ার সময় পুরো জেলার দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২