প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৪, ৪:৫১ এ.এম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম।।

মোঃ মিন্টু মিয়া
বিশেষ প্রতিনিধি।।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে বুধবার ২৮শে আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয় মোহাম্মদ মাহফুজ আলমগীর অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে -যেটি আগে ঘটে- সরকারের সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধা সহ প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো ।
মোঃ মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিঁয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২