প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৫:০৫ পি.এম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মেহেরপুরের মনির হায়দার

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার।
তিনার বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামে।
বুধবার -৫ জানুয়ারি- তিনাকে সিনিয়র সচিব পদমর্যাদার এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশেষ সহকারী হিসেবে প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐক্যমধ্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন মনির হায়দার।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অচিরেই দেশে ফিরে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে যোগ দেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
ইতিপূর্বে তিনি দৈনিক কুষ্টিয়া, যায় যায় দিন ও মানবজমিন পত্রিকাতে দায়িত্বরত থাকলেও বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
তিনার কৃতিত্বের জন্য মেহেরপুরের সাংবাদিক মহলসহ বিভিন্ন পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২