চট্টগ্রাম ব্যুরো:
শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত প্রথম আলো, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার. উদীচি ও ছায়ানট কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, চট্টগ্রাম।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে সংগঠনটির আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্যসচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী যৌথ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
পেশাজীবি নেতারা বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়ও সংবাদমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরও যদি গণমাধ্যমের ওপর আঘাত অব্যাহত থাকে, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলার খবর পেয়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক নূরুল কবীর। এ ঘটনাকে একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডার অংশ হিসেবে মনে করেন তারা।
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮