ঝিনাইদহ।।
ঝিনাইদহে জেলার সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের বেতাই বাজারে পূর্ব ষড়যন্ত্রের জের ধরে পার্শ্ববর্তী এক গার্মেন্টস ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে নিজের ব্যবহৃত তালা ঝুলিয়ে দিয়েছেন বলে ঐ বাজারের সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
আবুল কালাম আজাদ ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আবুল কালাম আজাদ বেতাই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জেলা শহরের ব্যপারী পাড়ায় বসবাস করেন।
স্থানীয় সুত্র জানিয়েছেন, প্রতিহিংসা জনিত কারণে ব্যবসায়ীক ক্ষতি সাধনের জন্য পার্শ্ববর্তী মিজান এন্টারপ্রাইজ নামে একটি সারের দোকানের মালিক মিজানুর রহমান বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করার জন্য পাঁয়তারা করে আসছিল। তারই জের ধরে গত শনিবার রাতে আমার দোকানের তালা ভেঙ্গে তার নিজের ব্যবহৃত তালা লাগিয়ে দেয়। সেসময় স্থানীয়রা এগিয়ে গেলে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।
স্থানীয় ক্যাম্পের টু আইসি জানান, ঘটনাদি সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮