অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীর শিবপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে থাকা বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার ও তার বড় ভাই দুলাল সরকার। মঙ্গলবার -২৮ জানুয়ারি- বিকেলে কুন্দারপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জাহিদ সরকারের মায়ের দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে পুলিশের গাড়িতে করে তাদের আবার নরসিংদী জেলা কারাগারে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জাহিদ সরকারের মা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য জাহিদ সরকার ও দুলাল সরকারের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য তাদের প্যারোল মুঞ্জুর করেন। বিকেল তিনটার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাদের নরসিংদী জেলা কারাগার থেকে কুন্দারপাড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
প্যারোলে মুক্তি পেয়ে দুই ভাই প্রথমে বাড়িতে গিয়ে মৃত মাকে দেখেন। পরিবারের সদস্যদের সান্তনা দেন। এরপর হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮