চঞ্চল,
লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো 'টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরাম'।
আজ সোমবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি ও দি ডেইলি অবজারভার-এর জেলা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ সাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সংবাদদাতা বিপুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় মাল্টিমিডিয়া সাংবাদিকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখাই এই ফোরামের মূল উদ্দেশ্য। এছাড়া অভিজ্ঞ আইনজীবী ও প্রবীণ সাংবাদিকদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদ সংগঠনের নীতিনির্ধারণে বিশেষ ভূমিকা পালন করবেন।
সভাপতি মাহফুজ সাজুর বলেন, “আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চাই যেখানে সাংবাদিকরা তাদের পেশাগত সুরক্ষার নিশ্চয়তা পাবেন। লালমনিরহাটের সাংবাদিকতার মানোন্নয়ন এবং ডিজিটাল মাধ্যমের চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮