দৈনিক আজকের বাংলা ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে প্রাচীন এক শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ‘পেনিকো’ নামে পরিচিত এই শহরটি প্রায় ৩৫০০ বছর আগের বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেনিকো ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। এটি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠীকে আন্দিজ পর্বতমালা ও আমাজন জঙ্গলের সঙ্গে সংযুক্ত করত। শহরটি রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উঁচুতে অবস্থিত।
গবেষণা বলছে, শহরটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ সালের মধ্যে। এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা ‘কারাল’ নিয়ে নতুন ধারণা দিতে পারে।
ড্রোনচিত্রে দেখা গেছে, একটি পাহাড়ের ঢালে গোলাকার কাঠামো ও চারপাশে মাটি-পাথরের ধ্বংসাবশেষ। এখন পর্যন্ত খননে পাওয়া গেছে ১৮টি প্রাচীন স্থাপনা, যার মধ্যে উপাসনালয়, ঘরবাড়ি ও ধর্মীয় কেন্দ্র রয়েছে।
এছাড়া বিভিন্ন ধর্মীয় সামগ্রী, মানুষের ও পশুর মূর্তি এবং ঝিনুক-পুঁতির গয়নাও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, কারাল সভ্যতা গড়ে উঠেছিল প্রায় ৫০০০ বছর আগে, যা আমেরিকার প্রাচীনতম নগরজীবনের নিদর্শন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮