প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ২:১২ পি.এম
পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

কক্সবাজার অফিস:
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আংশিক কমিটির অনুমোদন করেন।
বৃহষ্পতিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির আত্মপ্রকাশ হয়।
কামরান জাদিদ মুকুটকে আহ্বায়ক ও মাহমুদ ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাকিল সিকদার, দিদারুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আবু হেনা মোস্তফা কামাল ফাহিম ও সাঈদী রহমান।
পরে নবগঠিত কমিটির আহবায়ক কামরান জাদিদ মুকুট বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, 'অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন পেকুয়া উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। প্রিয়নেতা সালাহউদ্দিন আহমদ আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করেছেন'।
অর্পিত দায়িত্ব নিয়ে নতুন কমিটির হাত ধরেই এগিয়ে যাবে পেকুয়া উপজেলা যুবদল, এটাই তাঁর প্রত্যাশা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২