শওকত আলম, কক্সবাজার:
অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে উপজেলা নির্বাচন অফিস, পেকুয়া, কক্সবাজারের আয়োজনে পেকুয়া সরকারি মডেল জি.এম.সি. ইনস্টিটিউশন প্রাঙ্গণে “গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের ব্রিফিং” অনুষ্ঠিত হয়।
ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মান্নান, জেলা প্রশাসক, কক্সবাজার ও রিটার্নিং অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার জেলা এবং জনাব মোঃ আজিজ, জেলা নির্বাচন অফিসার, কক্সবাজার।
অনুষ্ঠানে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ববণ্টন ও কার্যপ্রণালী বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কক্সবাজার জেলা মহোদয় পেকুয়া থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮