দৈনিক আজকের বাংলা ডেস্ক,
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলা বিচারযোগ্য ঘোষণা করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ছয় সদস্যসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২১ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এসব মামলা বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাদের হাজিরের জন্য গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রয়েছেন।
বাকি ১৬ জনের মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজউকের সাবেক সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিবও রয়েছেন।
দুদকের অভিযোগ— ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যকে পূর্বাচলে প্লট বরাদ্দ দেওয়া হয়, যা দুর্নীতির শামিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮