অরবিন্দ রায়,
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষন টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব সফল ভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ইন্সপেক্টর থেকে পুলিশ সুপার পদ মর্যাদার পুলিশ সদস্যদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কোর্স মঙ্গলবার শুরু হয়েছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম, মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেরুল হক চৌহান অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, টাঙ্গাইল পিটিসি কোর্স ডিরেক্টর মাহফুজুর হক, টাঙ্গাইল পিটিসি পুলিশ সুপার ট্রেনিং আ ফ ম কিবরিয়া, উপ- পুলিশ কমিশনার সিটিএসবি, জিএমপি মোহাম্মদ মহিউল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ পুলিশের নির্বাচনী দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য ১ লক্ষ ৫০ হাজার সদস্যকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারে প্রথমে ১৬০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। মাস্টার ট্রেইনার গন প্রথম ধাপে দেশের ১৯ টি ভেন্যুতে বিভিন্ন ট্রেনিং সেন্টার টট ( TOT)কোর্সের মাধ্যমে প্রত্যেক জেলা বা ইউনিটে প্রশিক্ষণের কাজ মঙ্গলবার শুরু হয়েছে।
তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেছেন। প্রশিক্ষণে চারটি জেলা থেকে ১১ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণার্থী প্রত্যেকে এক একটি মডিউলের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ জেলায় ফিরে গিয়ে তার ইউনিটের সকল সদস্যকে প্রশিক্ষণ প্রদান করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮