প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৭:২৯ পি.এম
পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট:
মোংলা পৌর শহরের ছত্তার লেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে সত্তার লেন এলাকার স্থানীয় এক বাসিন্দার পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করে মোংলা থানার এসআই সোলাইমান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। আর যেকোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তদন্ত হওয়া পর বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২