
চঞ্চল,
লালমনিরহাটের হাতীবান্ধায় রাফসান -১৮ মাস- নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি সকালে বাড়ির আঙিনায় খেলছিল। কোনো এক সময় সে সবার অজান্তে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।