প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১১:৪৫ এ.এম
পীরগাছায় শিক্ষকদের হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন।।
রংপুর থেকে
মো: মফিদুল ইসলাম সরকার।।
রংপুরের পীরগাছায় স্কুল শিক্ষককে হয়রানির করার প্রতিবাদে নটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার সকালে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যানারে সাংবাদিক সম্মেলনে এ সময় লিখিত বক্তব্য পাঠ করে জয়নাল মিয়া।
জয়নাল মিয়া এসময় বলেন- বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আরিফ আন্জুম সাবু দীর্ঘদিন থেকে নটাবাড়ী উচ্চ বিদ্যালয় কে জড়িয়ে বিভিন্ন সময় ছুটিতে এসে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির সরকার ও সহকারী শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে নানা মিথ্যা হয়রানি মূলক অভিযোগ আসছে।
সাংবাদিক সম্মেলনে দাবী করা হয়েছে- সাবু আধিপত্য বিস্তারের লক্ষ্যে ও তার অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠিত করতে নানাভাবে এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন সময় অপপ্রচারণা ও হয়রানি করছেন। এছাড়াও লোকজনদের ভয়ভীতি দেখিয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের কাছে একটি অভিযোগ তিনি এলাকাবাসীর মাধ্যমে দিয়েছেন। যা তদন্তধীন রয়েছে।সাংবাদিক সম্মেলন শেষে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি এলাকাবাসী দিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২