এস এম রনি, স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পি. এম. গার্মেন্টসের শ্রমিক, মালিক ও প্রশাসনের মধ্যে ১১ নভেম্বর ২০২৫, বিকাল ২টা ৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম (বার), মেজর আয়াজ আব্দুল্লাহ (৭ আর্টিলারি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, বিকেএমইএ সভাপতি হাতেম সাহেব, কলকারখানা অধিদপ্তরের ডিজি রাজিব চন্দ্র দাস, শ্রমিক নেতা আবু সাঈদ ও ইকবাল হোসেনসহ মালিক ও শ্রমিক পক্ষের প্রায় ৩০ থেকে ৪০ জন প্রতিনিধি।সভায় জানা যায়, সম্প্রতি পি. এম. গার্মেন্টসের ৫১ জন শ্রমিককে ছাঁটাই করার ঘটনায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।আলোচনায় সিদ্ধান্ত হয়, ছাঁটাই করা শ্রমিকদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে এবং আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শ্রমিকরা মুচলেকা দিয়ে গার্মেন্টস খুলে দেওয়ার আবেদন করবেন। তদন্ত শেষে মালিকপক্ষ সিদ্ধান্তক্রমে গার্মেন্টস পুনরায় চালুর তারিখ ঘোষণা করবে।
সভায় জেলা প্রশাসক শ্রমিক ও মালিক পক্ষকে পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮