শাহিন ফকির
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে -
পিরোজপুর-২-ভান্ডারিয়া-কাউখালি-নেছারাবাদ-
বিএনপি ও সহযোগী সংগঠন। পিরোজপুর-২-ভান্ডারিয়া-কাউখালি-নেছারাবাদ-
উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম-
সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে। এর মূলে রয়েছে পিরোজপুর-২-ভান্ডারিয়া-কাউখালি-নেছারাবাদ- আসনের- ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহামুদ হোসাইন। তার নেতৃত্বে পিরোজপুর-২-ভান্ডারিয়া-কাউখালি-নেছারাবাদ- বিএনপির তৃণমূলের বৃহৎ একটি অংশ সর্বদা রয়েছে মাঠে। মাহামুদ হোসাইন পিরোজপুর- ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ভান্ডারিয়ার কৃতি সন্তান মো. মাহামুদ হোসাইন নেতৃত্বে কাঁধে কাধ মিলিয়ে জোট হয়েছেন নেতা-কর্মীরা।
মাহামুদ হোসাইন শক্ত নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছেন দলের অবহেলিত নেতা-কর্মীরা। তাদের দাবি আসনটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত রয়েছে। নেতৃত্বে কোন্দলসহ নানান অভ্যন্তরীণ কিছু ঝামেলার কারণে বারবার আসনটি আওয়ামী লীগের হাতে চলে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে মাহামুদ হোসাইন দল থেকে মনোনয়ন পেলে এ আসন বিএনপির হাতে চলে আসবে।
নেতাকর্মীরা জানান- বিগত সময়ে হামলা- মামলার কারণে নিষ্ক্রিয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাহামুদ হোসাইন শক্ত নেতৃত্বে- বিভিন্ন মিছিল- মিটিং ও সাংগঠনিক কর্মসূচি আয়োজনে মুখরিত রাজনৈতিক মাঠ। সর্বদা খোঁজ রাখছেন তৃণমূল নেতাকর্মীদের। দলের কারো মধ্য বিরোধ,মনোমালিন্য থাকলে সহজেই সবাইকে এক পতাকাতলে আনতে সক্ষম হচ্ছেন।
এদিকে-অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় সংস্কার ও আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসনে প্রচার অভিযানে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দীর্ঘদিন পর গেল ৭ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হয় আসনটির সব উপজেলায়। ঐইদিন আসনটির ভান্ডারিয়ায় মাহামুদ হোসাইন অনুসারীরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি বের করেন শহরে। এছাড়াও আসনের কাউখালি ও নেছারাবাদে পৃথক পৃথক শোভাযাত্রা বের হয়। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়ের মধ্য দিয়ে দলের কর্মীদেরকে নতুন বার্তা দেন মাহামুদ হোসাইন
এ বিষয়ে মাহামুদ হোসাইন বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা দলের বদনাম নিয়ে আসে। আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই এই দেশে হবে না। আমরা নতুন নেতৃত্ব পেয়েছি। দলকে সুসংহত করতে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নতুন করে নেতৃত্ব গঠন করা হবে। আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮