শাহিন ফকির
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদারের প্রতিষ্ঠিত নুরুন্নেছা কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকাল ৯.০০ মিনিটে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অভিভাবক সদস্য মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান খানের সভাপতিত্ত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. এস দাস,সাবেক ব্যাংক কর্মকর্তা ফিরোজ খান,এ.এস.টি একাডেমী পিরোজপুরের গভর্নিং বডির সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাঈদ, এ.এস.টি একাডেমী পিরোজপুর এর প্রধান শিক্ষিকা মনিজা খানম, আলেমিয়া রেসিডেন্সিয়াল একাডেমির পরিচালক জুবায়ের মাহমুদ,রূপালী ব্যাংক পিরোজপুর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ মামুনুর রশিদ,পিরোজপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, পিরোজপুর সাংবাদিক সংস্থার সংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম মামুন প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোর্শেদা খানম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,
“আপনারা আপনাদের শিশুদের যত্ন নিন এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের দিকে খেয়াল রাখুন। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিশুর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো শিশুর সুষ্ঠু বিকাশে সহায়তা করে এবং তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করুন।
একই সঙ্গে মনে রাখবেন, শিক্ষা যেন শিশুদের জন্য বোঝা হয়ে না ওঠে। তারা শিখবে আনন্দের মাধ্যমে, মজা করবে, নতুন কিছু জানবে—এভাবেই তাদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে। শিশুদের শেখানো উচিত যে শিক্ষা কোনো চাপ নয়, বরং এটি আনন্দের উৎস। তাই আমরা যেন তাদের এমনভাবে শিক্ষা দিই, যাতে তারা ভালোবাসার সঙ্গে শেখে, বুঝে, এবং জ্ঞান অর্জনের আনন্দ উপভোগ করতে পারে।
পাশাপাশি তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার কর্মকাণ্ডে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮