মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের স্বরূপকাঠিতে ২০০ পিস ইয়াবা ও ১ গ্রাম আইচ সহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে কাউখালীর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি (নেছারাবাদ) থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেনের নির্দেশে এস আই আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে সুব্রত শিয়ালী ও একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে বাবুল মীর।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮