প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১:০৫ পি.এম
পিরোজপুরে লালন স্মৃতি শর্ট-পিস ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত।।
শাহিন ফকির।।
পিরোজপুর পৌরসভার ০৯ নং ওয়ার্ড রানীপুর বালুর মাঠে লালন স্মৃতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে,লালন স্মৃতি সর্ট-পিস ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সিজন ০১ অনুষ্ঠিত হয়েছে।উক্ত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান ফকির।
উক্ত খেলায় ৪ টি গ্রুপে সর্বমোট ১৬ টি দল অংশগ্রহণ করে গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৮ দল নকআউট পর্বে ওঠে।নক আউট পর্বেও জমজমাট হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তির পরীক্ষা দিয়ে চারটি দল সেমিফাইনালে ওঠে।সর্বশেষ আজ ৩.০০ মিনিটে কাঙ্খিত সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।উক্ত সেমিফাইনালে শাহা পাড়া ক্রিকেট দলের মুখোমুখি হয়ে রাজাপুর ক্রিকেট দল ও মাস্কো সাকিব দলের মুখোমুখি হয়ে ফকির ব্রাদার্স ফাইনালে ওঠে।ফাইনালে প্রথমে রাজাপুর ক্রিকেট দল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ০৭ ওভারে ৫১ রান সংগ্রহ করে।৫২ রানের টার্গেটে ফকির ব্রাদার্স দলের দুই ওপেনারের দারুণ জুটিতে ম্যাচটি সহজেই জিতে যায়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পরিচালকদ্বয় মহসিন ফকির-নাইম হাসান-রিফাত-আনান হাসান-আকাশ সহ অন্যান্য সদস্যরা ও সার্বিক সহযোগী তানভীর হাসান ফকির পুরস্কার বিতরণ করেন।উক্ত পুরস্কার বিতরণীতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি স্পন্সর করেন ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।
উক্ত টুর্নামেন্টে সেরা ফিল্ডার নির্বাচিত হন রাজাপুর ক্রিকেট দলের তাশরিফ-ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফকির ব্রাদার্স দলের রাজিব ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফকির ব্রাদার্স দলের রাকিব।উক্ত খেলা পরিচালনাকারী আম্পায়ারদের পুরষ্কার হিসেবে প্রাইজমানি দেয়া হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম পরিচালক মহসিন ফকির বলেন-আমরা আয়োজক কমিটি সর্বাত্মক চেষ্টা করছি উক্ত টুর্নামেন্ট কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ করতে। আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরে প্রত্যেক দলের খেলোয়াড়-আম্পায়ার ও সকল দর্শকদের ধন্যবাদ জানাই- আপনাদের এরকম সহযোগিতা থাকলে আমরা ভবিষ্যতেও এরকম টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২