প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১২:৫৬ পি.এম
পিরোজপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে শিক্ষকদের সম্পৃক্ত করনে শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত।।
শাহিন ফকির।।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের সম্পৃক্ত করনে পিরোজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে ১৮ নভেম্বর বিকেল ৩.০০ মিনিটে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর বাসভবনের সম্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভাটি,শিক্ষকদের পরিচয় পর্ব- পবিত্র কোরআন তেলাওয়াত- গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে শুরু হয়।
উক্ত আলোচনা সভায় পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যের সদস্য সচিব ও ডিআরএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খানের সঞ্চালনায়- পিরোজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মীর নজরুল ইসলামের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও শিক্ষকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য- শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগের আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী- পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি এনায়েত কবির খান- তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বারবার নির্বাচিত সভাপতি আহসান কবির।
এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা মূল্যবান বক্তব্য রাখেন ও তাদের মতামত প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে- অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন- এখন পর্যন্ত শিক্ষকদের জন্য যত সুযোগ সুবিধা তা বিএনপি সরকারের আমলেই হয়েছে- আমাদের শিক্ষকদের জন্য অবসর ভাতা চালু হয়েছে বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরেই।৷ এছাড়াও তিনি ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা করেন ও শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২