মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি- পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকদের মধ্যে আরও ৭-৮জন আহত হয়েছেন বলে পুলিশ ও এলাকাবাসীরা জানান।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকরা মিছিল বের করলে সেখানে এ সংঘর্ষ বাঁধে।
গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮