প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৯:১২ এ.এম
পিরোজপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত।।
শাহিন ফকির।।
পিরোজপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার -২৭ নভেম্বর- বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত এ স্মরণসভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার এর সঞ্চালনায়- পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে- উক্ত সভায় উপস্থিত ছিলেন-
অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর -প্রশাসন ও অর্থ- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ মোস্তাফিজুর রহমান-পিরোজপুরে দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর কাজী জাহিদুর ইসলাম-
পিরোজপুর সিভিল সার্জন ডা:মো:মিজানুর
পিরোজপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন-বাংলাদেশ জামায়াত ইসলামের পিরোজপুর এর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ-গণধিকার পরিষদ পিরোজপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম মান্না- ছাত্র আন্দোলনের পিরোজপুরের সমন্বয়ক এস এম মেহেদী প্রমুখ।
এ সময় আন্দোলনে আহত সদস্যরা ও নিহতর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি বক্তব্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানে বলেন,জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা যারা আহত ও শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরের শহীদ পাঁচজনের প্রতি গভীর সমবেদনা জানান।
আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা বলেন-
নতুন স্বাধীনতা নিয়ে আনতে কত ভাই বোনদের না রক্ত দিতে হয়েছে। এই স্বাধীনতাটা কে রক্ষা করার দায়িত্ব আমাদের।তাছাড়া আহত শিক্ষার্থী এবং শহীদদের পরিবার আন্দোলনের সময়ের ঘটে যাওয়া ভয়ংকর কাহিনীর উপস্থাপন করেন।
এসময় শহীদ পরিবার ও আহত ছাত্রদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।
পরে শহীদদের রুহের মাগফেরাতের জন্য দোয়া মোনাজাত মাধ্যমে আলোচনা শেষ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২