পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাতীয় পার্টি (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম।
জানা যায়, ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী ছিলেন আসাদুল কবির তালুকদার স্বপন (৬০)। তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচনী আইনে সংশ্লিষ্ট পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। ইউপি সদস্য পদের নির্বাচন চলবে।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, নির্বাচন আইন অনুযায়ী কোনো প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত করা হবে।
তাই আসাদুল কবির তালুকদার স্বপনের মৃত্যুতে ইন্দুরকানী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮