মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
জমে উঠেছে পিরোজপুর এর কাউখালী উপজেলার -৪নং চিরাপাড়া - পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।
প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সরেজমিন বিভিন্ন স্থানে ঘুড়ে সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫ জন - এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ খাঁন (খোকন)- যিনি বর্তমান চেয়ারম্যান ।
জেপি মনোনীত সাইকেল মার্কা নিয়ে লড়ছেন বজলুর রহমান নান্নু,
বিদ্রোহী হিসেবে আনারস মার্কা নিয়ে লড়ছেন মামুন হোসেন বাবলু জোমাদ্দার ও চশমা মার্কা নিয়ে লড়ছেন লাইকুজ্জামান মিন্টু তালুকদার। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত হাতপাখা নিয়ে মাঠে আছেন মাওঃ সিহাব উদ্দিন কাসেমী।
স্থানীয়রা জানান, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার করে তালিকাভুক্ত সন্ত্রাসী সাথে নিয়ে বিভিন্ন প্রার্থী প্রকাশ্যে গণসংযোগ চালায়।
এতে সাধারণ জনগণ ভীত সনতস্থ হয়ে পড়েছে।প্রচারনায় প্রার্থীদের সাথে চিন্হিত একাধিক মামলার আসামী থাকায় ও সম্প্রতি নৌকা মার্কার প্রার্থীর অফিসে হামলার ঘটনায় ভীতির মধ্যে আছেন ভোটাররা। কালো টাকার ব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।
তবে সুষ্ঠু নির্বাচন হলে সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্ব স্ব প্রর্থী গন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮