মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
স্বাধীনতার ইতিহাস রক্ষায় পটুয়াখালীর লেবুখালী তে পায়রা নদীর উপর নান্দনিক নকশায় নির্মিত পায়রা সেতু(লেবুখালী সেতু)র নাম বরিশাল বিভাগ তথা পটুয়াখালী র কৃতি সন্তান স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ আলাউদ্দিন এর নামে নামকরণের দাবী জানিয়েছেন পটুয়াখালী র বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৬৯এর গণ-অভ্যুত্থানের পথ ধরে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। ৬৯'সালের২০শে জানুয়ারী ঢাকায় আইয়ুব বিরোধী বিক্ষোভ প্রতিবাদ মিছিলে নিহত আসাদুজ্জামান খান(শহীদ আসাদ)।৬৯এর২৮শে জানুয়ারী শহীদ আসাদ এবং কিশোর মতিউর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আইয়ুব খানের পদত্যাগের দাবীতে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদ আহুত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পিতৃহারা কিশোর বরিশাল এ, কে,স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাএ আলাউদ্দিন। তত কালীন ই পি আর এর গুলিতে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু বরন করে।আলাউদ্দিনের হত্যা কাণ্ডে বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলে স্বাধীনতার সংগ্রাম বেগবান হয় অথচ নতুন প্রজন্ম জানেনা স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ আলাউদ্দিন এর নাম।
শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ পটুয়াখালীর সভাপতি মুক্তিযোদ্বা মানষ দত্ত বলেন আলাউদ্দিন এর লাশ বরিশালের নেতৃ বৃন্দ নৌকা যোগে পটুয়াখালী পাঠিয়ে দেন। সেই সময় আমি এবং পটুয়াখালী র প্রয়াত ভাষা সৈনিক জালাল উদ্দীন আহমেদ, প্রয়াত রাজা মিয়া(ভি পি)বীর মুক্তি্যোদ্বা কাজী আলমগীর, মুক্তিযোদ্বা মনি লাল সরকার, এডভোকেট গাজী আনোয়ার, এডভোকেট জহরলাল চক্রবর্তী আলাউদ্দিন এর লাশ গ্রহণ করি। তত কালীন এস ডি ও র ল্যান্ডিং স্টেশন(বর্তমান শহীদ আলাউদ্দিন উদ্দান শিশু পার্ক) এ জানাযার প্রস্তুতি নিলে তত কালাীন প্রশাসনের বাধার মুখে লাশ জানাযা না দিয়ে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আলাউদ্দিন এর স্মৃতি রক্ষার্তে পায়রা সেতুর নাম আলাউদ্দিন এর নামে নামকরণের দাবী করছি।
শিশু সংগঠন খেলাঘর পটুয়াখালী র সভাপতি সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্খ জাফর আহমেদ বলেন নতুন প্রজন্মের কাছে অবশ্য ই স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। আমরা আলাউদ্দিন এর নামে সেতু টির নামকরণের জোর দাবী জানাচ্ছি।
আমারা মুক্তিযােদ্বার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী দিলিপ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস, ঐতিহ্য রক্ষায় সচেষ্ট তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানাচ্ছি যাতে সেতুর দুই পারে শহীদ আলাউদ্দিন এর প্রতিকৃতি সহ "শহীদ আলাউদ্দিন সেতু" নামে সেতু টি চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮