মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
আর নয় মাদকের জাল—মাদকমুক্ত হোক আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের পালেরচর ইউনিয়নে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির মীর, তার ছেলে পলাশ মীর এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পালেরচর খান কান্দির মোড় এলাকায় স্থানীয় শান্তিকামী ও সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মনির মীর ও তার পরিবার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের নৃশংসতা, প্রভাব ও আতঙ্কের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে।
তারা আরও বলেন, মনির মীর ‘গাঞ্জা মনির’ নামে পরিচিত এবং তার ছেলে পলাশ মীর ‘বা'বা পলাশ’ নামে এলাকায় পরিচিত। তাদের পুরো পরিবার সমন্বিতভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে দাবি করেন উপস্থিত বক্তারা।
সাবেক ইউপি সদস্য মোতালেব হাওলাদার বলেন,
মাদক শুধু এক ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। পালেরচরকে সচেতন জনগণের মাধ্যমে আমরা আবার শান্তির জায়গায় ফিরিয়ে আনতে চাই। মনির মীর ও পলাশ মীরদের মতো মাদক ব্যবসায়ীরা না থাকলে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে।
স্থানীয় গফুর বেপারী বলেন, আমরা বহু বছর ধরে এই পরিবারের অত্যাচার সহ্য করছি। ভয়ে কেউ মুখ খুলত না। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। প্রশাসন যদি এখন কঠোর ব্যবস্থা নেয়, তাহলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।
আঃ রহমান আকন বলেন, মাদক ব্যবসা এখানে প্রকাশ্যেই চলে। রাত-বিরাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। আমরা চাই অবিলম্বে এই পরিবারকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।
মহসীন হাওলাদার নামের একজন বলেন, মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। একজন বাবা হিসেবে আমি ভীষণ উদ্বিগ্ন। আমাদের সন্তানদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
ইমন চোকদার বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে এই দুষ্কৃতিকারীদের আর পালানোর জায়গা থাকবে না।
স্থানীয় রাজা মাল বলেন, আমরা আর নীরব দর্শক হয়ে থাকতে চাই না। আজকের মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, এটি আমাদের অঙ্গীকার যে পালেরচর থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮