পাবনা প্রতিনিধি ।।
পাবনার চাটমোহরে সড়কে চলন্ত সিএনজি চাপায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬ টার দিকে হান্ডিয়াল বল্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম (৪২) উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শাহ আলম তার অটোভ্যান নিয়ে বাঘলবাড়ি কৈ এলাকা থেকে হান্ডিয়াল বাজারে আসছিলেন। পথে বল্লভপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তার ভ্যানের এক্সেল ভেঙে সড়কে পড়ে যায়। এসময় মান্নাননগর থেকে চাটমোহরগামী একটি সিএনজি পেছন থেকে ভ্যানটির ওপর উঠে পড়লে শাহ আলম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
চাটমোহর থানা ওসি জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮