পাবনা প্রতিনিধি ।।
পাবনার বেড়ায় হাসান আলী (৪০) নামে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ এপ্রিল) সকালে বেড়া সরকারি বিবি পাইলট হাই স্কুলের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসান বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার এন্তাজ আলীর ছেলে।
নিহতের ভাই হেলাল জানান, নিহত হাসান রাজমিস্ত্রীর সহকারী শ্রমিকের কাজ করত।
বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীদের দেয়া সংবাদের ভিত্তিতে সকালেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ক্রমান্বয়ে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যাকাণ্ড নিশ্চিত করেছে দুষ্কৃতকারীরা। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তাকে সেখানে নিয়ে হত্যার ঘটনাটি ঘটিয়েছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, পরিবারের দেয়া বিভিন্ন তথ্যের সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হবে বলেও জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮