প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:৪০ পি.এম
পাবনার ৩ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলীপ দত্তসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। বুধবার পৌর সদর, হান্ডিয়াল ও ছাইকোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা সোনাপট্টি এলাকার মনোরঞ্জন দত্তের ছেলে দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্দপাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৩৮) এবং ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে আশরাফুল ইসলাম (৫৫)।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী মাদক কারবারি দিলীপ দত্ত ও আব্দুল মমিনকে এক
মাসের বিনাশ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে আশরাফুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই দিলীপ দত্ত মাদক মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত। বগুড়া ও দর্শনা থেকে দেশি-বিদেশি মদ এনে নিজ বাড়ি থেকে বিক্রি করতো সে। এমনকি হোম ডেলিভারির ব্যবস্থাও ছিল তার।
স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে সমাজের প্রভাবশালীরাও ছিল তার খদ্দের। তার মাদক সেবনের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অপর দুই আসামিকে নিজ নিজ এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ আটক করা হয়।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
সমাজকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযান চলবে। মাদক ব্যবসায়ী দিলীপ ও তার পরিবারকে সতর্ক করা হয়েছে।
পরবর্তীতে এ ধরনের কাজে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অভিযানিক দল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২