পাবনা প্রতিনিধি।।
গত ২৪ ঘন্টার মধ্যে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এর চাঞ্চল্যকর রফিকুল ইসলাম রিকো হত্যার রহস্য উদ্ঘাটন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি সহ একমাত্র আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ দিলবর ওরফে ভোলা (৩৬), পিতাঃ খলিল, সাং-হেমায়েতপুর টাঙ্গারপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা।
এসময় উদ্ধার করা হয়- হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি চাকু, মোটরসাইকেল, মোবাইল সেট ও সিম।
গত ৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এর মানসিক হাসপাতাল সংলগ্ন বাছেরের মোড়ে ডিসিষ্ট রফিকুল ইসলাম রিকোকে কে বা কারা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে এবং পালিয়ে যায়।
এই ঘটনার পেক্ষিতে পাবনা সদর থানার মামলা নম্বর-১৭, তারিখঃ ০৪/০৮/২০২৩, ধারা- ৩০২/১১৪/৩৪ পেনাল কোড; রজু হয়।
পরবর্তীতে মোঃ আকবর আলী মুনসী, পুলিশ সুপার, পাবনা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে এবং নেতৃত্বে ডিবি পাবনার একটি চৌকস দল
এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সৌরভ কুমার চন্দ্র হত্যাকান্ডের মূল ঘটনা উদঘাটন পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মুল হোতা এবং একমাত্র আসামী মোঃ দিলবর ওরফে ভোলাকে ঈশ্বরদী থানাধীন জয়নগর হতে গ্রেফতার করে।
ধৃত আসামী মোঃ দিলবর ওরফে ভোলা এর দেওয়া তথ্যমতে উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ দিলবর ওরফে ভোলা জানায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।
ঘটনার কয়েক দিন আগে ডিসিস্ট রিকো আসামী ভোলা কে মার-ধর করে। উক্ত বিবাদের জেরে সে ডিসিষ্ট রফিকুল ইসলাম রিকো কে একা পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে।
ধৃত আসামী নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবি ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮