পাবনা প্রতিনিধি।।
২০১৬ সালের ৪ ডিসেম্বর মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় এসে মাকে সঙ্গে করেই একসাথে খাওয়া-দাওয়া করেন আবদুর গাফফার পিয়াস।
৮ বছর ধরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে সোমবার -২ সেপ্টেম্বর- দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা বলেন, সেদিন আমরা থানায় জিডি করতে গিয়েছিলাম কিন্তু থানা পুলিশ আমাদের জিডি নেয়নি। তবে তার পোড়াশোনা- চলাফেরা- ধর্মকর্ম নিয়ে পুলিশ আমাদের নানান সময়ে জিজ্ঞাসাবাদ করেছেন।
সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন ভাই আব্দুল হালিম- আব্দুল হামিদ- ভাবী সুমাইয়া মিম- শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।