পাবনা প্রতিনিধি।।
পাবনার চাটমোহরে ২৫০ পিস ইয়াবা ট্যবলেটসহ দুই মাদকদ্রব্য বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ জুলাই):বিকেল ৩টার দিকে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পাবনা সদর থানার বারইপাড়া গ্রামের ফরহাদ হোসেন (৪০) ও আলামিন হোসেন (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজার নির্দেশে থানার এস আই শামসুল,এএসআই কামরুল এবং এএসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮