প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৪:১৭ পি.এম
পাবনায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত দুইজন

পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । এ সময় আরো ২জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সাড়ে ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে ।
জানা যায়, বেড়া দক্ষিনপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারন করতে নেমে ঘটনা স্থলেই ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়।
এঘটনায় আরও ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে।
নিহতরা হলেন, বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩), একই এলাকার আঃ গফুরের ছেলে মস্তাকিন (২১)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন।এই ঘটনার পর ওই গ্রামে শোকের মতন বইছে।
বেড়া মডেল থানার অফিসার ইনর্চার (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউ ডি মামলা দায়ের হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২