প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৬:০৪ এ.এম
পাবনায় সন্ধ্যা রাতে মধ্য শহরে ছাত্র খুন।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা'য় দূর্বৃত্তের ছুরিকাঘাতে তুষার নামে একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। রোববার -১৭ নভেম্বর- রাত সাড়ে ৮ টার দিকে পাবনা শহরের খেয়াঘাট বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুষার -২০- পাবনা শহরের রাধানগর এলাকার ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে ও পাবনা শহরের জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন- পুর্ব শত্রুতার জের ধরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে গলায় এবং পিঠে উপুর্যপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয় তুষারকে।
এসময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানান পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান।
উল্লেখ্য- শনিবার -১৬ নভেম্বর- সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় প্রতিপক্ষের হামলায় জালাল উদ্দিন নামে এক বিএনপি কর্মির মৃত্যু হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২