প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ১১:০৬ এ.এম
পাবনায় লিচু বাগান থেকে যুবকের রক্তাক্ত মৃত*দেহ উদ্ধার।।

পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহঃস্পতিবার -১০ অক্টোবর- সকাল ৯ টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঁঠালতলার একটি লিচু বাগান থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক বড়ইচারা গ্রামের কাঁঠালতলা এলাকার কাঠ ব্যবসায়ী মজিবুর রহমানের ছোট ছেলে নয়ন -২৭-। নয়ন জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে রান্নার উচ্ছিষ্ট ফেলতে গিয়ে একটি মৃতদেহ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার দেন প্রতিবেশী এক নারী।
তার চিৎকারে আশপাশের লোজন ছুটে আসলে তারা নয়নকে চিনতে পারেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক -তদন্ত - মনিরুল ইসলাম বলেন- রক্তাক্ত যুবকের মৃতদেহটি প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২