প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১:৫৭ পি.এম
পাবনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২।।
পাবনা প্রতিনিধি।।
পাবনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শনিবার -২১ডিসেম্বর- বেলা সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান- ঘটনার সময় হাসান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ আরো দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২