প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ৫:৩৩ এ.এম
পাবনায় ভাতিজার ছুরিকাঘাত চাচা খুন।।
পাবনা প্রতিনিধি।।
জমি নিয়ে বিরোধে পাবনার বেড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার -২৩ আগস্ট- দুপুরে শীতলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালু শেখ -৪৪- শীতলপুর গ্রামের ভুলাই সেখের ছেলে। জমিজমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল সেখ জালুর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরে ভাতিজা আরিফ ও তার চাচা মালু সেখের মধ্যে ঝগড়া হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে তার চাচা মালুর বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২